ওয়াশিংটন, ১২ জুন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা পরিচয়দানকারী জাহিদ এফ সর্দার সাদীকে গ্রেফতার করেছে এফবিআই। গত ১৭ মে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র কংগ্রেস ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাতক আসামি হিসেবে এফবিআই দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। প্রায় ১০ বছর আগে ২০০৬-০৭ সালের দিকে ক্রেডিট কার্ড মেশিনে ব্যাংকের সঙ্গে অর্থ প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ রয়েছে জাহিদ সর্দার সাদীর বিরুদ্ধে। জাহিদ এফ সর্দার যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক ফেরারি হিসেবে ওয়ান্টেড ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে গ্রেফতারের সময় জাহিদের পাসপোর্টও জব্দ করা হয়েছে। ফ্লোরিডা পুলিশের সরবরাহকৃত নথি থেকে জাহিদ সাদীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারের পরপরই তাকে ফ্লোরিডার ওরলান্ডোর হাই-সিকিউরিটি ফেডারেল ডিটেনশন সেন্টারে নেয়া হয়। জানা গেছে, জাহিদ এফ সর্দার সাদী ফ্লোরিডার ওরলান্ডোতে অবস্থানকালীন গ্যাস স্টেশনের ব্যবসা করতেন। সে সময়ে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড চেক মেশিনের সুবিধা নেন তিনি। এ সময়ে ৫৪টি প্রতারণামূলক ট্রানজেকশন করেন জাহিদ। ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট মিডল ডিস্ট্রিক্ট অব ফ্লোরিডা কর্তৃক আনীত ইনডাইক্টমেন্টে অভিযোগ করা হয়েছে, জাহিদ এফ সর্দার সাদী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানকে দেউলিয়া এবং ক্ষতিগ্রস্ত করতে নানা চক্রান্ত করেছেন। একাধিকভাবে ঘনিষ্টজনদের কাছে ফোন দেয়া হলে ইঙ্গিতে তারাও জাহিদ সর্দার সাদীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। জাহিদ সর্দার সাদীর গ্রেফতারের ঘটনায় বেশ বিব্রত নিউইয়র্কের বিএনপির কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, এই এক ব্যক্তি একাধিকবার বিএনপিকে বিব্রত অবস্থায় ফেলেছেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, জাহিদ নিজেকে বিএনপি নেতা দাবি করলেও আসলে তিনি দলের গলার কাটা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বিএনপি নেতা বলেন, অবশেষে জাহিদ নিজের অপরাধে ধরা খেয়ে পরিণতি ভোগ করতে যাচ্ছেন। জাহিদ সর্দার দীর্ঘদিন থেকে নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে সবার কাছেই ফেরারির বিষয়টি গোপন রেখেছিলেন। সূত্রের দাবি, জাহিদ এফ সর্দার সাদীকে গ্রেফতারের পেছনেও কলকাটি নেড়েছে যুক্তরাষ্ট্র বিএনপির কোন্দল। ওয়াশিংটনে অবস্থানরত যুক্তরাষ্ট্র বিএনপির এক সিনিয়র নেতা জাহিদের অবস্থান নিশ্চিত করার পরই এফবিআই তাকে গ্রেফতার করে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rlyv5P
June 12, 2017 at 04:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন