স্মৃতি ইরানির দিকে চুড়ি ছুঁড়ে আটক ব্যক্তি

আহমেদাবাদ, ১৩ জুনঃ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে চুড়ি ছুঁড়ে মারায় আটক করা হয় এক ব্যক্তিকে। সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি শহরে। ধৃত ব্যক্তির নাম কেতন কাসওয়ালা। তিনি আমরেলি জেলার মোতা ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা।

সূত্রের খবর, মোদি সরকারের তিন বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে গতকাল বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে বক্তৃতা চলাকালীন ওই ব্যক্তি ‘বন্দেমাতরম’ স্লোগান তুলে তাঁর দিকে চুড়ি ছুঁড়ে মারেন। যদিও অভিযুক্ত যুবক অনেকটাই পিছনে থাকায় সেই চুড়ি মঞ্চ পর্যন্ত পৌঁছয়নি।

কোন উদ্দেশ্যে ওই ব্যক্তি চুড়ি ছুঁড়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি কৃষকদের ঋণ মুকুবের দাবিতেই তাঁর ক্ষোভ ওইভাবে উগরে দিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2siVPW1

June 13, 2017 at 05:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top