সাধারণ ধর্মঘটে পুলিশের লাঠি, জখম সিপিএম নেতারা

জলপাইগুড়ি, ১৩ জুনঃ জয়েন্ট ফোরামের ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে পুলিশের সঙ্গে ধর্মঘটকারীদের বিরোধে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি শহর। এদিন শহরের কোতোয়ালি থানার সামনে জেলা বামফ্রন্টের নেতারা পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। তাদের হঠাতে বেধড়ক লাঠি চালায় পুলিশ। জখম হন সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য ও প্রবীণ নেতা জিতেন দাস।

সাধারণ ধর্মঘটকে সামনে রেখে এদিন সকাল থেকে ডেঙ্গুয়াঝাড় ও করলাভ্যালি চা বাগানের ধর্মঘটী শ্রমিকরা গোশালা মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।  মহিলা শ্রমিকরা রাস্তার উপর বসে পড়েন। পুলিশ একদফা লাঠিচার্জ করে তাঁদের হটিয়ে দেয়। সেখান থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরই আসরে নামে জেলা বামফ্রন্ট নেতৃত্ব। ধৃতদের মুক্তির দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বাম নেতারা। পুলিশের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাঁদের। সেখানে ফের লাঠিচার্জ করে পুলিশ। জখম হন সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য, জিতেন দাস প্রমুখ।

এরপরই জেলা পার্টি অপিসে বৈঠকে বসেছে সিপিএম. পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করতে। অন্যদিকে এদিন বিকেলেই ধৃতদের আদালতে তোলা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tgJYER

June 13, 2017 at 05:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top