নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খ্যাতিমান বাউল শিল্পী নেত্রকোনার দৃষ্টি প্রতিবন্ধী সিরাজ উদ্দীন পাঠান পেতে যাচ্ছেন ‘শিল্পকলা পদক ২০১৬’। শিল্পী সিরাজ শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমে জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি তাকে জানানো হয়। লোকসংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় এ পদক পেতে যাচ্ছেন সিরাজ। চলতি জুন মাসের যেকোনো দিন মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পদক প্রদান করবেন।
সিরাজ বলেন, ‘শিশুকালে বাবা-মাকে হারিয়েছি। বাকি ছিলো দুটি চোখের আলো তাও হারাতে হয় শৈশবেই! সব হারিয়ে গানের ভূবনে জীবনের আলো খুঁজতে থাকি। শ্রোতা-ভক্তদের ভালোবাসায় আলো খুঁজে পেয়েছি। মানুষ আমাকে ও আমার গানকে ভালোবাসে এজন্যেই আমার যত পদক-সম্মাননা। সব শ্রোতাদের অবদান’। সংগীতের ভূবনে পল্লীবাংলার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আমার কন্ঠে প্রতিফলিত হয়ে মানুষের মন জয় করেছি। এজন্য মানুষ আমাকে ভালবাসে। বিভিন্ন সংগীতের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানায়। এর চেয়ে বেশী কিছু জীবনে পাওয়ার নেই।‘শিল্পকলা পদক ২০১৬’ পাব জীবনে কল্পনাও করিনি।দশকশ্রোতার ভালবাসা দোয়ার কারণেই তা সম্ভব হচ্ছে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rDkiRG
June 16, 2017 at 06:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন