মানবিক লটারি বিক্রেতা, ফিরিয়ে দিলেন এটিএম কার্ড

জলপাইগুড়ি, ১৬ জুনঃ রাস্তায় এটিএম কার্ড কুড়িয়ে পেয়ে সঠিক মালিকের কাছে ফিরিয়ে দিতে তত্পর হলেন জলপাইগুড়ির এক লটারি বিক্রেতা। শুক্রবার জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার ঘটনা।

জানা গিয়েছে, জলপাইগুড়ির দিনবাজারের এক লটারি বিক্রেতা বিশাল বিহানি এদিন দুপুরে এক গ্রাহকের এটিএম কার্ড কুড়িয়ে পান। এরপর তিনি এটিএম কার্ডটি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যান। ওই ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি জানান। ম্যানেজার তার সহকর্মীকে বিষয়টি দেখার জন্য বলেন। তবে সেখান থেকে কার্ডের সঠিক মালিকের পরিচয় জানতে না পেরে বিশালবাবু কোতয়ালি থানায় আইসি-র কাছে এটিএম কার্ডটি জমা দেন।

জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ‘এদিন দিনবাজারে একটি এটিএম কার্ড পান বিশাল বিহানি। তিনি তাঁর কাজ বাদ দিয়ে ওই এটিএম কার্ডটির মালিক বিপুল রায়কে ফিরিয়ে দিতে তত্পর হন। একজন ব্যবসায়ীর এমন সততা দেখে আমরা খুশি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t9HGbB

June 16, 2017 at 06:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top