ঢাকা, ১৬ জুন- প্রথমবারের মতো আইসিসির বিশ্ব কোন আসরে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারনি ম্যাচ পর্যন্ত যেতে পারেনি টাইগাররা। গতকাল ভারতের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বাংলাদেশ লড়াই করেছে পুরো টুর্নামেন্টে। এতে স্বাভাবিকভাবেই টাইগাররা কুড়িয়ে নিচ্ছে ক্রিকেটবিশ্বের প্রশংসা। অন্যান্যদের মতো সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও বাংলাদেশের সাফল্যকে বড় করে দেখছেন। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের অনেককিছু নেয়ার আছে বলে মনে করছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে আলোচনায় দ্রাবিড় বলেন, এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের অনেককিছু নেয়ার আছে। টুর্নামেন্ট শেষ করে এখন তাদের অনেক কিছু ভাবার আছে। তার মধ্যে একটি তাদের অধিনায়ক মাশরাফি সম্পর্কে। মাশরাফি মর্তুজা সম্পর্কে দ্রাবিড় বলেন, স্পষ্টত, মাঠে নজর দিলে আপনি দেখবেন, মাশরাফি এখনও দলের সেরা বোলার, এবং আজ (সেমিফাইনালে) আরো একবার সে এটা প্রমাণ করেছে। কিন্তু ২০১৯ বিশ্বকাপ আর মাত্র দুই বছর পরই, এবং তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মাশরাফি আগামী দুই বছর দলের সাথে থাকতে পারবে কি না। এ আর/১৮:২৫/১৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tup2uf
June 17, 2017 at 12:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন