সমাবর্তন অনুষ্ঠানে অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ ছাত্রছাত্রীদের

শিলিগুড়ি, ২ জুনঃ রাজ্যপালের অনুপস্থিতিতেই শুরু হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম সমাবর্তন অনুষ্ঠান। শুক্রবার সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পর্যটনমন্ত্রী গৌতম দেব।

এমনিতেই রাজ্যপাল অনুপস্থিত তার উপর এদিন নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। এর জেরে ব্যাপক ক্ষোভ তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে।

এদিন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসু ও বিজ্ঞানী অমিতাভ রায় চৌধুরীকে সাম্মানিক ডক্টর অফ সায়েন্স (ডিএসসি) এবং বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়কে ডক্টর অফ লিটারেচার (ডিএলটি) ডিগ্রী প্রদান করা হয়। তবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগের ডিন ঘনশ্যাম নেপাল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2slcYfc

June 02, 2017 at 02:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top