সন্ত্রাসদমনে মোদিকে আশ্বাস পুতিনের

সেন্ট পিটার্সবার্গ, ২ জুনঃ সন্ত্রাসদমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাস দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে (পূর্বতন লেনিনগ্রাদ) আয়োজিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই দুই শীর্ষনেতার।

পুতিন বলেন, ‘সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের প্রতি পূর্ণ সমর্থন আছে রাশিয়ার। এ বিষয়ে মস্কো বরাবর দিল্লির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

সম্প্রতি, রাশিয়া ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিন্তায় রেখেছে নয়াদিল্লিকে। এই প্রেক্ষিতে, পুতিন মোদিকে আশ্বাস দিয়ে বলেন, ‘ইসলামাবাদের সঙ্গে মস্কোর সুসম্পর্ক থাকলেও তাদের সঙ্গে সামরিক সমঝোতা করার কোনো সম্ভাবনা নেই। বরং, রাশিয়া তার নিজস্ব অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে।’

কুডানকুলামে পরমাণু প্রকল্প রূপায়ণ থেকে শুরু করে, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, রেল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। দু’দেশের বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, রেল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ১২টি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর। এছাড়া, মোদি ও পুতিন যৌথ ‘ভিশন স্টেটমেন্ট’ প্রকাশ করবেন বলেও জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2skSGCF

June 02, 2017 at 01:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top