আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডেনমার্কের বিপক্ষে হারতেই বসেছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তার ড্র নিয়ে মাঠ ছাড়ে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়না। খেলার অন্তিম মুহূর্তে জসুয়া কিমিচের গোলে হার এড়াতে সক্ষম হয় কাইজাররা। টনি ক্রুস, মেসুত ওজিল ও থমাস মুলারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দল সাজিয়েছেন জার্মানির কোচ জোয়াকিম লো। ছয়জন খেলোয়াড়ের অভিষেক ম্যাচে শেষ দিকের নাটকীয়তা হার এড়াতে সক্ষম হয় সফরকারীরা। মঙ্গলবার রাতে ডেনমার্কের ব্রন্ডবাই স্টেডিয়ামে খেলার ১৮তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আন্তনিও রুদিগারের দারুণ পাস থেকে বল পেয়ে নিচু শটে গোল কেভিন ট্রাপকে ফাঁকি দিয়ে ডেনমার্ককে এগিয়ে নেন এরিকসেন। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে জার্মানির মান বাঁচান কিমিচ। ছয় গজ বক্সের কিছুটা বাইরে থেকে অসাধারণ ওভারহেড কিকে দৃষ্টিনন্দন গোল করে দলের হার এড়ান এই বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার। আগামী শনিবার সান মারিনোর বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে সহজ পরীক্ষাই দিতে হবে জার্মানিকে। তুলনামূলক সহজ প্রতিপক্ষকে হারাতে পারলে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্ব অনেকটাই নিশ্চিত হবে জার্মানদের। এরপর ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশন কাপে লড়বে জোয়াকিম লোর দল। আর/১৭:১৪/০৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sfxK2t
June 07, 2017 at 11:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন