নির্ভয়া স্মৃতি উস্কে তামিলনাড়ুতে গণধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সালেম (তামিলনাড়ু), ৭ জুনঃ দিল্লির নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে আরও একবার বাসে গণধর্ষণের ঘটনা ঘটল। কিন্তু এবার ধর্ষিতা তামিলনাড়ুর ১৪ বছর বয়সী এক কিশোরী। অভিযোগ, বাসের দুই চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে। তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

বাড়িতে বাবা মায়ের সঙ্গে ঝামেলা করে উদ্দেশ্যহীনভাবে সারাদিন ঘুরতে থাকে মেয়েটি। এরপর দুপুর নাগাদ একটি বাসে উঠে পড়ে ওই কিশোরী। অনেক রাত পর্যন্ত সে বাসেই থাকে। ভাব জমে যায় বাসের দুই চালক মনিভান্নান, মুরুগান ও কন্ডাক্টর পেরুমলের সঙ্গে।

অভিযোগ, সুযোগ বুঝে ওমালপুর থেকে সাত কিলোমিটার দূরে একটি নির্জন জায়গায় বাসটি দাঁড় করানো হয়। তারপর বাসের চালক ও কন্ডাক্টর তার উপর যৌন নির্যাতন চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। অভিযুক্তদের ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে তোলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, শিশু নিগ্রহ রোধ আইন পকসো ও তফসিলি জাতি ও উপজাতিদের ওপর নির্যাতন রোধ আইনের মোট ৯টি ধারায় মামলা রুজু করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s3BYdV

June 07, 2017 at 05:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top