আফগানিস্তানে ৪৩ জঙ্গি নিহত

aইউরোপ ::আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মঙ্গলবার রাতে জঙ্গিদের গোপন ঘাঁটিতে আফগান বিমান বাহিনীর হামলায় ৪৩ জঙ্গি নিহত হয়েছে।

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘গতরাতে মার্জা জেলার ওয়াকিল এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তালেবান জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েক সদস্য রয়েছে।’

আফগান রাজধানী কাবুল থেকে ৫শ ৫৫ কিলোমিটার দক্ষিণের প্রদেশটিতে এই হামলায় বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়েছে।

আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্প্রতি দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2s0uG9F

June 14, 2017 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top