কানাইঘাট পৌরসভার সাড়ে ১১কোটি টাকার বাজেট ঘোষণা ।

নিজস্ব প্রতিনিধি : সিলেটের কানাইঘাট পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১১ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার ৪ শত ৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে নয়া অর্থ বছরের বাজেট পেশ করেন পৌর মেয়র নিজাম উদ্দিন। বাজেটে পৌরসভার নিজস্ব সম্ভাব্য রাজস্ব আয় দেখানো হয়েছে ১৩ কোটি ১ লক্ষ ৫০ হাজার ২৬ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৪৯ টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৯ শত ৭৭ টাকা। উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১০ কোটি ২৩ লক্ষ ২০ হাজার ৪ শত ২৩ টাকা । প্রকল্প খাতে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ১০ কোটি ১৭ লক্ষ ৭২ হাজার ৪ শত ৬৯ টাকা এবং সার্বিক উদ্বৃত্ত ৯ লক্ষ ৪০ হাজার টাকা দেখানো হয়েছে। ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাত, এডিপি সহ অন্যান্য সরকারী অনুদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ মনির উদ্দিনের পরিচালনায় বাজেট অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট পেশকালে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, গত ১৯ ফেব্রুয়ারী মহামন্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় কানাইঘাট পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। তিনি আরো বলেন, জাপান উন্নয়ন সংস্থা জাইকা কানাইঘাট পৌরসভায় সরকারের সহযোগিতায় ১৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হলে পৌরবাসীর দুর্ভোগ লাঘব ও নাগরিক সেবার দ্বার উন্মোচিত হবে। কানাইঘাট পৌরসভা এই প্রথম রাজস্ব আয়ের ৪% মুক্তিযোদ্ধা ফান্ডে জমা করেছে-যা একমাত্র কানাইঘাট পৌরসভার পক্ষে সম্ভব হয়েছে। কানাইঘাট পৌরসভাকে একটি মডেল আদর্শ পৌরসভায় পরিণত করতে তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tydTNj

June 30, 2017 at 11:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top