লন্ডন, ৩০ জুন- ক্রিকেটের ইতিহাস সাক্ষী রইল এক চূড়ান্ত লজ্জাজনক ঘটনার। মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের এর মধ্যে এক গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন মাঠে ছিল না থার্ড আম্পায়ার! যার ফলস্বরূপ রান আউট হয়েও পার পেয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান চিদিয়ান নেসন। গোটা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ব ক্রিকেটাঙ্গন। জানা গেছে, ম্যাচ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের মেয়ে দলের ব্যাটসম্যান নেসন একটি বল খেলার পরই রান নিতে দৌঁড় দেন। কিন্তু উইকেটে পৌঁছনোর আগেই ফিল্ডারের থেকে বল পেয়ে উইকেট ভেঙে দেন অজি উইকেটকিপার। মাঠে উপস্থিত আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে সেই আবেদন নাকচ করে নেসনকে নটআউট ঘোষণা করেন আম্পায়ার। এতে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান অজি ক্রিকেটাররা। মাঠে উপস্থিত ছিলেন না কোনো থার্ড-আম্পায়ার। ফলে বেঁচে যান নেসন। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে ২ রানেই ফিরতে হত নেসনকে। কিন্তু জীবন ফিরে পেয়ে ৩৯ রান করেন তিনি। বলা বাহুল্য, এই রান ওয়েস্ট ইন্ডিজকে সম্মানজনক জায়গায় পৌঁছতে সাহায্য করে। ঘটনার পরেই প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে থার্ড আম্পায়ার নেই কেন? এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ছোটখাটো ভুল সিদ্ধান্তই বড় আকার নিতে পারে। যেহেতু এই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে, তাই ঘটনাটি বড় কোনো আকার নেয়নি। কিন্তু ফলাফল উল্টো হলেই বিষয়টি অন্যরকম হতে পারত। রান আউট নিয়ে অজি সমর্থকরা প্রতিবাদ জানিয়েছেন টুইটারে। তাদের বক্তব্য, একটা আউটও যেখানে ম্যাচের রং বদলে দিতে পারে, সেখানে এই ঘটনা কখনই কাম্য নয়। আর/১০:১৪/৩০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u7lwHr
July 01, 2017 at 05:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন