মুম্বাই, ৩০ জুন- অনেকদিন থেকে বলিউডে নিখোঁজ অভিনেত্রী মাহিমা চৌধুরী। শেষবার তাকে দেখা গিয়েছে কলকাতার বাংলা সিনেমা ডার্ক চকোলেট-এ। সম্প্রতি পরদেশ খ্যাত অভিনেত্রী মাহিমা চৌধুরীর জীবনে ঝড়। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার ভাই এবং ভাবীর। সড়ক দুর্ঘটনায় নিহত সূর্যপ্রতাপ ছিলেন মাহিমার মামাতো ভাই। এই দুর্ঘটনায় তার এবং তার স্ত্রী আঁচলের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে মেরঠ-হাপুর জাতীয় সড়কে। উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় সূর্যর। এদিকে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তার মৃত্যু হয়। এই আকষ্মিক দুর্ঘটনায় মাহিমার মামার মারাত্মক আঘাত পেয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। মাহিমার পরিবারের এই দুঃসময়ে তাকে সমবেদনা জানিয়েছেন বলিউডের অনেকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া আর/১০:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ttc3fY
July 01, 2017 at 05:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top