লন্ডন, ১১ জুন- ১১ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর সে সুযোগকে কাজে লাগিয়েছে দুর্দান্তভাবে। প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে টাইগাররা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ রানার্সআপ হিসেবে সেমিতে উঠেছে মাশরাফি বিন মুর্তজার দল। গতকাল (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। সে ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব-মাহমুদউল্লাহ। এরপর অপেক্ষা ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলকে ঘিরে। শনিবার ইংল্যান্ড বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়েছে অজিদের। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে শেষ চারে খেলার গৌরব অর্জন করেছে। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের আগের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। সেবার ইংল্যান্ডকে বিদায় করে পরের পর্বে জায়গা করে নিয়েছিল টাইগাররা। এবার সেই ইংল্যান্ডের কাছে হেরেই কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। সেমিতে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা বা ভারতের মধ্যে কোনো এক দল। কারণ গ্রুপ বিতে চারদলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে প্রথম স্থানে ভারত আর দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল রোববার মুখোমুখি হবে তারা। আর/১২:১৪/১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2r6mwcU
June 11, 2017 at 06:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top