শিলিগুড়ি, ১৭ জুন- অজ্ঞাতবাস থেকে ফের হুমকি দিলেন মোর্চা প্রধান বিমল গুরং। শুক্রবার পাহাড়ের মানুষের উদ্দেশ্যে শেষ লড়াইয়ের ডাক দিলেন মোর্চা প্রধান। পাহাড়ে অশান্তি থামাতে আরও আধাসেনার চেয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই মোর্চার পক্ষে জনমত বাড়ছে পাহাড়ে। শুক্রবারই কালিম্পংয়ে পৃথক গোর্খাল্যান্ডের হয়ে সওয়াল করেছেন প্রাক্তন মোর্চা নেতা হরকা বাহাদুর ছেত্রী। এরপরই লড়াইয়ের ডাক দিলেন মোর্চা প্রধান। শুক্রবার গুরং তাঁর অনুগামীদের উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছেন, পাহাড়বাসীদের উদ্দেশ্যে আমার বার্তা আমাদের স্বপ্নের গোর্খাল্যান্ড আদায় করতে গেলে এটাই সেরা সময়। তার জন্য শেষ লড়াইয়ের প্রস্তুতি নিন। খবর পিটিআই সূত্রে। সম্প্রতি দার্জিলিংয়ে মোর্চার সদর পাতলেবাসে হানা দিয়েছে পুলিশ। মোর্চার কার্যলয় থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর তাতেই আরও খেপেছে মোর্চা। একইসঙ্গে পাহাড়বাসীর একাংশও পুলিশের এই কার্যকলাপ ভালোচোখে নেয়নি। এদিন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, জিটিএর ধারনা এখন শেষ। চাই অটোনমি। এখন থেকে গোর্খাল্যান্ডের দাবি পূরণ না হলে টানা আন্দোলন চলবে। একসময়ে মমতার কাছের মানুষ হরকা বাহাদুর ছেত্রীও রাজ্য সরকারের পদক্ষেপে ভয়ানক চটেছেন। জন অন্দোলন পার্টি প্রধান হরকা বাহাদুর ছেত্রী পাহাড়ে সেনা নামনোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এর ফলে পাহাড়ের মানুষের সঙ্গে সরকারের সংঘাত আরও বাড়বে। আমাদের প্রধান দাবি গোর্খাল্যান্ড। আর তা আলোচনার মাধ্যমেই অর্জন করতে হবে। সুত্র : ইন্ডিয়া ডট কম
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2syEUyv
June 17, 2017 at 07:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন