শাহজালাল উপশহর ও তেরোরতন এলাকার উপর দিয়ে প্রবাহিত হলদি ছড়ার উপর নির্মিত দেয়াল, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিস্কার পরিচন্নতা অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
শুক্রবার সকালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পে লোডার দিয়ে হলদি ছড়ায় পরিস্কার পরিচন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন।
অভিযানে সিসিকের কাউন্সিলার সুহেল আহমদ রিপন, আবব্দুর রকিব তুহিন, সৈয়দ মিছবাহ উদ্দিন, মহিলা কাউন্সিলার ছালেহা কবীর শেপী, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল ইসলাম, ছাত্র নেতা ফরহাদ আহমেদ, কায়েছ আহমেদ,সায়েদ আহমদ সাদ্দাম, ও প্রশাসনিক হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশনেন।
সিটি মেয়র আরিফুল হক চৌধূরী জানান, নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে হলে নগরীর উপর দিয়ে প্রবাহিত সকল ছড়া, খাল, নালা ও ড্রেন পরিস্কার রাখতে হবে। তাই নগরীর যে সকল বাসিন্দা ছড়া, খাল, নালা ও ড্রেনের উপর অবৈধ ভাবে স্থাপনা তৈরী করে পানি প্রবাহের পথ রুদ্ধ করে রেখেছেন তা নিজ নিজ উদ্যোগে পরিস্কার করে দেয়ার আহবান জানান সিটি মেয়র আরিফ।
উল্লেখ্য, বুধবার সিলেট নগরীতে টানা ৯ ঘন্টার বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছিল। প্লাবিত এলাকায় মেয়র স্বশরীরে উপস্থিত হয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sCegWw
June 17, 2017 at 05:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন