সিডনি, ২২ জুন- ক্রিকেট বিশ্বে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টির আদর্শ ক্রিকেটার তিনি! ওয়ানডেতেও তার ব্যাট চলে সপাটে। কিন্তু এই দুই ফরম্যাটের মতোই টেস্ট ক্রিকেটেও ম্যাক্সওয়েলকে পরিণত খেলোয়াড়ই মনে হয় জেসন গিলেস্পির কাছে। আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ১৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা স্টিভেন স্মিথ বাহিনীর। ওই সফরের জন্য আগেই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আসন্ন সফরে নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সুযোগটা ম্যাক্সওয়েলকে কাজে লাগাতে বললেন গিলেস্পি। বাংলাদেশ সফরের আগে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া এ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলবেন তিনি। গিলেস্পির ভাষায়, অস্ট্রেলিয়ার এ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলবে সে। নিজেকে ঝালিয়ে নেয়ার দারুণ সুযোগ এটি। বাংলাদেশ সফরে এটি কাজে দেবে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে আশাবাদী গিলেস্পি। বলেন, নির্বাচকদের নজর কাড়ার জন্য বাংলাদেশ সফরকে সুযোগ হিসেবে নিতে পারে ম্যাক্সওয়েল। আমি তাকে বলব, সুযোগটা যেন কাজে লাগায়। তাক লাগানো কিছু পারফরম্যান্স চাই তার কাছে। টি-টোয়েন্টি ও ওয়ানডের মতোই টেস্টেও ম্যাক্সওয়েলকে পরিণত ক্রিকেটার ভাবছেন গিলেস্পি। ক্রিকেট.কম.এইউকে সাবেক এই পেসার বলেন, দীর্ঘ ফরম্যাটের খেলোয়াড় ম্যাক্সওয়েলের বড় ভক্ত আমি। তবে তার ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে। আমি মনে করি, সব ফরম্যাটেই খেলার যোগ্য সে। টেস্টে আগের চেয়ে ভালো করবে সে। বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন আগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজলেউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেইনশো ও ম্যাথু ওয়েড। আর/১৭:১৪/২২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tRQP8n
June 23, 2017 at 01:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন