নয়া দিল্লী, ২২ জুন- অনিল কুম্বলে ও বিরাট কোহলির সংঘাতের ঘটনা নিয়ে পুরো ক্রিকেটবিশ্বে চলছে আলোচনা। আর ভারতীয় ক্রিকেট মহলে তো রীতিমতো তোলপাড় চলছে। মত-বিরোধের জেরে প্রধান কোচের পদ থেকে ইস্তফাও দিয়েছেন কুম্বলে। এই অবস্থায় জাতীয় দলের নতুন কোচের সন্ধানে শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি)। অতীতে নতুন কোচ বাছাইয়ে দলের অধিনায়কের সঙ্গে আলোচনা করলেও সৌরভ-শচিন-লক্ষণদের নিয়ে গড়া সিএসি এবার অধিনায়ককে ছাড়াই কোচ বাছাই করবে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, আলোচনা শেষে কোচের মেয়াদ ক্যারিবিয়ান সফর পর্যন্ত বাড়ালেও কোহলি কাণ্ডে কুম্বলে সরে যেতে বাধ্য হওয়ায় সিএসি প্রচন্ড নাখোশ। তাই নতুন কোচ নির্বাচনে কোহলিকে নাক গলানোর কোনো সুযোগই দিতে নারাজ সৌরভ-শচিন-লক্ষণরা। কুম্বলে ও কোহলির সম্পর্কের টানাপোড়েন কাটাতে উদ্যোগ নিয়েছিলো ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। যার জের ধরে অধিনায়ক কোহলি ও কোচ কুম্বলেকে সঙ্গে নিয়ে আলোচনাতেও বসেন শচিন-সৌরভ-লক্ষণরা। আলোচনা শেষে কুম্বলের মেয়াদ বাড়ানোর পক্ষেই মত প্রকাশ করেছিলো সিএসি। বোর্ডকেও তা জানানো হয়। এরপরও কোহলির মতামত বজায় থাকায় প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ সিএসি। এই অবস্থায় পরবর্তী কোচ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক বা দলের সঙ্গে আলোচনা না করার কথা ব্যাপারে সিদ্ধান্তে এসেছে শচিন-সৌরভ-লক্ষণদের নিয়ে গড়া সিএসি কমিটি। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শচিন-সৌরভ-লক্ষণদের নিয়ে গড়া সিএসি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে, নতুন কোচ যিনিই হোন না কেন, দল বা অধিনায়কের কোনো বক্তব্যই তারা শুনতে রাজি নন। তারা তাদের মতামত স্পষ্ট করে দিয়েছেন। দেখা যাক কী হয়। গত বছর কুম্বলেকে কোচের পদে আবেদন জানাতে রাজি করিয়েছিলেন সৌরভ-শচিন-লক্ষণরাই। পরবর্তীতে অধিনায়ক কোহলির সঙ্গে আলোচনা শেষে রবি শাস্ত্রী ও টম মুডিদের বাদ দিয়ে কুম্বলেকেই বেছে নিয়েছিলো সিএসি। গত এক বছরের মেয়াদে সাবেক এই লেগ স্পিনারের রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। কুম্বলের কোচিংয়ে মাত্র একটি সিরিজেই হেরেছে ভারত। কিন্তু কোহলির সঙ্গে মতপার্থক্যের জেরে ভারতীয় কোচের পদ থেকে ইস্তফাই দিতে হল কুম্বলেকে। চারিদিক থেকে ধেয়ে আসা এতোসব বিতর্কের পর এখনও চুপ বিরাট কোহলি। এই ইস্যুতে মুখ খোলেননি সৌরভ-টেন্ডুলকার-লক্ষ্মণরাও। এদিকে নতুন কোচ নিয়োগ দেওয়ার প্রসঙ্গে বিসিসিআইয়ের জেষ্ঠ্য কর্মকর্তা রাজীব শুক্লা জানিয়েছেন শ্রীলঙ্কা সফরের আগেই কোচ পাবে ভারতীয় দল। আর/১৭:১৪/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sUteGv
June 23, 2017 at 01:11AM
22 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top