ফের ভুয়ো চিকিত্সকের হদিশ মালদায়

মালদা, ২২ জুনঃ ফের ভুয়ো চিকিত্সকের খোঁজ মিলল মালদায়। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কোটালপুর থানা এলাকার বাসিন্দা মহম্মদ আলমগীর গত ১০ বছর ধরে মালদায় চেম্বার খুলে প্র্যাকটিস করছিলেন। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। বুধবার সন্ধ্যায় মালদা মহিলা থানার এক অফিসার অভিযুক্তের চেম্বারে হানা দেন।

ওই ডাক্তারকে জেরা করার সময় তাঁর বক্তব্যের মধ্যে অনেক অসামঞ্জস্য থাকায় প্রথমে তাঁকে আটক ও পরে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়েছে।

অভিযুক্ত ওই ডাক্তার মহম্মদ আলমগীরের দাবি, তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে হোমিওপ্যাথি পাশ করেছেন। হোমিপ্যাথি প্র্যাকটিসের পাশাপাশি তাঁর অ্যালোপ্যাথি চিকিত্সারও অনুমতি রয়েছে।

এবিষয়ে মালদা মহিলা থানার আইসি সর্বরী ভট্টাচার্য বলেন, ভুয়ো চিকিত্সক সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়েছিল। একজনকে গ্রেফতারও করা হয়েছে। তাঁর চেম্বার থেকে অপারেশনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে।  হওয়া সত্ত্বেও চালাচ্ছেন অ্যালোপ্যাথির প্র্যাকটিস। অভিযুক্ত ডাক্তার মেদিনীপুর থেকে হোমিওপ্যাথি পাশ করেছেন বলে জানা গিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2txpEQQ

June 22, 2017 at 07:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top