ইসলামাবাদ, ২২ জুন- সরফরাজ আহমেদকে পাকিস্তানের টি-টোয়েন্টি আর ওয়ানডের দলপতির দায়িত্ব দেওয়া হলেও মিসবাহ-উল-হক ছিলেন দলটির টেস্ট দলপতি, ডেপুটি হিসেবে ছিলেন সরফরাজ। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে সাদা পোশাক থেকে বিদায় নেন মিসবাহ। এতদিন টেস্ট দলের কোনো অধিনায়ক না থাকলেও এবার এই দায়িত্ব উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতা দলপতি সরফরাজের কাঁধে। একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, অপরদিকে আরো বড় দায়িত্ব পেলেন তিনি। একের পর এক সুখবর যেনো বিস্মিত করে দিচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। সরফরাজের নেতৃত্বেই প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান। বোর্ডের সিনিয়র এক কর্মকর্তা জানান, যোগ্য দলপতি হিসেবেই সাদা পোশাকের দায়িত্ব পেতে যাচ্ছেন সরফরাজ। সিনিয়র এই কর্মকর্তা আরও জানিয়েছেন, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান লন্ডন থেকে দেশে ফেরার পর গভর্নিং বডির বৈঠকে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে। তবে, সরফরাজকে টেস্ট অধিনায়ক করার বিষয়টি এক রকম চূড়ান্তই হয়ে গেছে। এটি এখন আনুষ্ঠানিকতা মাত্র। সাত বছর টেস্ট অধিনায়কত্বের পর গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে অবসর নেন মিসবাহ। ২০১০ সাল থেকে পাকিস্তানের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কও তিনিই। জুলাইয়ে বাংলাদেশ সফর বাতিল করা পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে। কিছুদিন আগে একই সঙ্গে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন মিসবাহ উল হক ও ইউনিস খান। দুই অভিজ্ঞ খেলোয়াড়কে হারিয়ে পাকিস্তানের টেস্ট ক্রিকেটে যে অনেক বড় শূন্যতার সৃষ্টি হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! দুজন মিলে পাকিস্তানেরর হয়ে খেলেছেন ১৯০ টেস্ট।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sY9dzf
June 22, 2017 at 08:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top