সর্বদলীয় বৈঠকে এল না বিরোধীরা কেউই

শিলিগুড়ি, ২২ জুনঃ ফুলে সাজানো হলঘর। প্রত্যেকটি রাজনৈতিক দলের নামে চেয়ার। আয়োজনের ত্রুটি ছিল না। তবু, রাজ্য সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে এল না রাজ্যের বড়ো কোনো রাজনৈতিক দলই। পাহাড়ের কোনো বড়ো দল যে আসবে না তা তারা আগেই জানিয়ে দিয়েছিল। বাম, কংগ্রেস, বিজেপি-ও বৈঠকে আসবে না বলে জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী হাজির থাকছেন না বৈঠকে। তার উপর পাহাড়ের দলগুলিও আসছে না। ফলে বৈঠকের কোনো গুরুত্বই নেই।

বৃহস্পতিবার দুপুর একটা থেকে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সর্বদলীয় বৈঠক শুরু হয়। পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসের মতো সিনিয়র মন্ত্রীরা, রাজ্যের স্বরাষ্ট্রসচিব মলয় দে সহ সিনিয়র আমলারা হাজির ছিলেন। পাহাড়ে মুখ্যমন্ত্রীর তৈরি করা উন্নয়ন বোর্ডগুলির চেয়ারম্যানরাও এসেছিলেন। তবে, বৈঠকের কার্যকারিতা নিয়ে তাঁদের অনেকের গলাতেও সন্দেহের সুর শোনা গেল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tR2ZOG

June 22, 2017 at 02:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top