নিশিগঞ্জে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস

নিশিগঞ্জ, ২১ জুনঃ আজ আন্তর্জাতিক যোগ দিবসে এসএসবি-র ৩৪ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে ভারত-ভূটান সীমান্তবর্তী বিভিন্ন সীমা চৌকিতে আয়োজিত হয়েছিল যোগ শিবির। এসএসবি-র ৩৪ নম্বর ব্যাটেলিয়নের হেডকোয়ার্টার হিন্দুস্থান মোড়েও যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন এসএসবি-র প্রায় ২০০ জন জওয়ান ও ৩০০ জন স্কুল পড়ুয়া যোগ প্রশিক্ষণে অংশ নিয়েছিল। কমানড্যান্ট জি শেরপা বলেন, ‘আমাদের জয়ানদের নিয়মিত যোগ অভ্যাস করানো হয়। জওয়ানদের মানসিক ও শারিরীক উন্নতিতে সহায়ক যোগ অনুশীলন।’

উল্লেখ্য, বর্তমানে এসএসবি-র দায়িত্ব ভারত-ভূটান ও নেপাল সীমান্তে বেআইনি চলাচল, চোরাকারবারি ও অন্যান্য অপরাধমূলক কাজকর্ম প্রতিহত করা। পাশাপাশি সীমান্তবাসীদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে এসএসবি। এদিন বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে নিশিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ts7wrB

June 21, 2017 at 01:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top