ঢাকা::
আজ শনিবার বেলা তিনটার দিকে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাকড হয়ে যায়। তবে এর দেড় ঘন্টা পরই ওয়েবসাইটটি আবারো চালু হয়।
আইসিটি বিভাগ সূত্র জানায়, আজ বেলা তিনটার দিকে সাইট হ্যাক হওয়ার বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। প্রাথমিক অনুসন্ধানে ভারতীয় হ্যাকাররা আইসিটি বিভাগের ওয়েবসাইট হ্যাক করেছে বলে জানা যায়। সাইটটি দ্রুত ঠিক করতে ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ।
এর আগে বিকেল চারটা পর্যন্ত (http://www.ictd.gov.bd/) সাইটটিতে ঢোকা যায়নি। কিন্তু শুরুতে সাইটটি হ্যাক করে তাতে ইংরেজিতে লেখা হয়েছিল, ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।’
যুক্তরাজ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হারের পর ‘সাইবার ৭১’ নামে একটি ফেইসবুক পাতা থেকে ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করা হয়।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2smcENG
June 17, 2017 at 08:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.