বোস্টন, ১৭ জুন- ধর্মের সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দিয়ে একটি শান্তিময় বিশ্ব আমরাও গড়তে পারি। ধর্মের মর্মবাণী আমাদের সম্প্রীতি আর কল্যাণের সেই শিক্ষাই দিয়ে থাকে। আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে আন্তঃধর্মীয় ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেছেন। প্রতি বছরের মতো এবারও সব ধর্মের লোকেদের নিয়ে নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় (ইন্টারফেইথ) ইফতার মাহফিল। গত রবিবার বোস্টনের পার্শ্ববর্তী শহর মেডফোর্ডের জন ম্যাকগ্লীন মিডল স্কুলে বাংলাদেশ ইসলামিক সেন্টার অব ম্যাসাচুসেটস (বিআইসিএম)-র উদ্যোগে এ আন্তঃধর্মীয় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মেডফোর্ডের সিটি মেয়র স্টেফেনি মুচিনি বার্কি বাংলাদেশি মুসলমানদের সব ধরনের কর্মকাণ্ডে নিজের একাত্মতার কথা উল্লেখ করে প্রবাসীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বোস্টন ও পার্শ্ববর্তী শহর থেকে আসা শত শত ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি নারী পুরুষসহ প্রচুর সংখ্যক বিভিন্ন দেশের অন্যান্য ধর্মের মানুষ এ আন্তঃধর্মীয় ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। বাংলাদেশ ইসলামিক সেন্টার অব ম্যাসাচুসেটস (বিআইসিএম) সাধারণ সম্পাদক হুমায়ূন মোর্শেদ, শিক্ষাবিদ ড. মাওদুদুর রহমান, রিঞ্জ অ্যাভিনিউ মসজিদের পেশ ইমাম আহসান শরিফ, বেইনের সভাপতি তামান্না করিম, সাবেক সভাপতি আবু কামাল আজাদ, গ্রেস চার্চের ম্যাথিউ বেল রেভারেন্ড অ্যান ব্রোমেল ও স্টিভেন ভিজিনি, তিব্বত টেম্পলের উইন্ডি মিলার ও গেশে টেনলি, হিউম্যান রাইটস কমিশনের মার্ক ক্লে ও মাইকেল গ্লেন, ইসলামিক সোসাইটি অব বোস্টন কালচারাল সেন্টারের মনিশা খান ও মোহাম্মদ আলী সালামসহ বিদেশি অতিথিরা আলোচনায় বক্তব্য দেন। ইফতারের পর বিদেশি অতিথিদের সামনেই মাগরিবের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজে ইমামতি করেন ইমাম আহসান শরিফ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tz3CMK
June 18, 2017 at 02:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন