লন্ডন, ১৪ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ২১১ রানে অল আউট হয়ে গেছে ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন জো রুট। অপরদিকে পাকিস্তানের পক্ষে হাসান আলী নেন ৩ উইকেট। মজার বিষয় হল ফাইনাল নির্ধারনি এ ম্যাচে ইংল্যান্ড একটি ছক্কাও হাঁকাতে পারেনি। আর বাউন্ডারি হয়েছে ১৫টি। ২০১৫ সালের বিশ্বকাপের পর কোনো পূর্ণাঙ্গ ইনিংসে এত কম বাউন্ডারি আর কোনো ম্যাচে হয়নি। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সময় সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার কছেবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১। পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, রুম্মন রইস, শাদাব খান, হাসান আলী, জুনাইদ খান। ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, মার্ক উড।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sAyxv6
June 15, 2017 at 03:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top