শিলিগুড়ি, ১০ জুনঃ গভীর রাতে পাহাড় থেকে শিলিগুড়িতে নেমে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় ঢোকার মুখে তিনি জানান, পাহাড় এখন স্বাভাবিক। তবে এখনও পর্যটকরা নেমে আসছেন। তাঁদের কলকাতায় ফেরার ব্যবস্থা করা হয়েছে। শনিবার পাহাড়ের পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানে তিনি ছাড়াও রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজি উপস্থিত থাকবেন।
শুক্রবার সারাদিন রিচমন্ড হিলে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ডিজি সুরজিৎ করপুরকায়স্থ, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন। দার্জিলিং জেলায় কাজ করার অভিজ্ঞতা থাকা তিন পুলিশ কর্তা জাভেদ শামিম, অজয় নন্দা ও সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। ঠিক হয়েছে, ওই কমিটিই এখন থেকে দার্জিলিংয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন।
দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, মোর্চার বন্ধ মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে তিনি একদমই সন্তুষ্ট নন। এরপরই নবান্ন সূত্রে জানা যায়, কলকাতা থেকে শুক্রবার রাতেই দার্জিলিং মেনে এনজেপি রওনা হয়েছেন আইপিএস অফিসার অখিলেশ চতুর্বেদী। সম্ভবত, শনিবার দুপুরে উত্তরকন্যায় বৈঠক করে তিনি অমিত পি জাভালগির জায়গায় দার্জিলিংয়ের পুলিশ সুপারের দায়িত্ব নেবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2so6QWb
June 10, 2017 at 10:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন