তাজিকিস্তানে প্রশিক্ষণ মহড়ায় রুশ হেলিকপ্টার ক্রুরা

aইউরোপ ::

তাজিকিস্তানে মোতায়েনরত রুশ হেলিকপ্টার ক্রুরা প্রশিক্ষণ বিমান চালানোয় অংশ নিয়েছে। দেশটির পার্বত্য এলাকাগুলোর উগ্রবাদী গোষ্ঠীগুলোকে তল্লাশী ও সনাক্ত করার লক্ষে এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে।

রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট এর মুখপাত্র কর্নেল ইয়ারোস্লাভ রোসচুপকিন বুধবার একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘নাইট হান্টার’ হিসেবে পরিচিত রাশিয়ার এমআই-৮ এবং এমআই-২৪ হেলিকপ্টার মহড়ায় অংশ নিয়েছে। রাতের বেলা শত্রু সনাক্ত ও নিমূর্লের প্রশিক্ষণের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। খবর তাস’র।

প্রশিক্ষণে হেলিকপ্টার ক্রুদের কম দৃশ্যমানতার মধ্যেই দুর্গম পার্বত্য এলাকাগুলোতে শত্রু সনাক্ত করতে হচ্ছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sgBDFv

June 28, 2017 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top