লন্ডন, ১৮ জুন- গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে যেভাবে হেলায় হারিয়েছিল ভারত তাতে অনেকেই ভেবে নিয়েছিলেন যে শিরোপা ভারতই ঘরে তুলবে। কিন্তু না। ফাইনাল ম্যাচে তার সম্পূর্ণ উল্টা হলো। রবিবার লন্ডনের কেনিংটন ওভালে ব্যাটে ও বলে জ্বলে উঠলো পাকিস্তানের খেলোয়াড়রা। ভারতকে লজ্জায় ডুবিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুললো পাকিস্তান। এদিন ভারতকে রানের বিশাল ব্যবধানে হারালো তারা। এবার চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে ভারত। গত আসরে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই রোহিত শর্মাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন মোহাম্মদ আমির। গত ম্যাচে সেঞ্চুরি করা রোহিত শর্মা আজ ফিরলেন ব্যক্তিগত শূন্য রান করে। এরপর ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে শাদব খানের হাতে ক্যাচ বানিয়ে ভয়ঙ্কর বিরাট কোহলিকে ফিরিয়ে দিলেন আমির। গত ম্যাচে ৯৬ রান করে অপরাজিত থাকা কোহলি আজ ফেরেন মাত্র ৫ রান করে। এরপর ইনিংসের নবম ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। তারপর ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে যুবরাজ সিংকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাদব খান। ফেরার আগে ৩১ বল খেলে ২২ রান করেন তিনি। এর পরের ওভারেই ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ বানিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ফেরান হাসান আলী। ১৬ বল খেলে চার রান করেন ধোনি। ইনিংসের ১৭তম ওভারে শাদব খানের বলে শরফরাজ আহমেদের হাতে ক্যাচ হন কেদার যাদব। ১৩ বল খেলে ৯ রান করেন তিনি। এরপর চার-ছক্কার দারুণ সব শটে গ্যালারি মাতিয়ে ফেলেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু দুঃখজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। ৪৩ বল খেলে চারটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে সাজঘরে ফিরেন তিনি। ইনিংসের ২৮তম ওভারে জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে ক্যাচ হন রবীন্দ্র জাদেজা। ২৬ বল খেলে ১৫ রান করেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে ফখর জামান ১১৪, আজহার আলী ৫৯, বাবর আজম ৪৬, মোহাম্মদ হাফিজ ৫৭ ও ইমাদ ওয়াসিম ২৫ রান করেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ১টি, হার্দিক পান্ডে ১টি, কেদার যাদব ১টি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর ফল: পাকিস্তান ইনিংস: ৩৩৮/৪ (৫০ ওভার) (আজহার আলী ৫৯, ফখর জামান ১১৪, বাবর আজম ৪৬, শোয়েব মালিক ১২, মোহাম্মদ হাফিজ ৫৭*, ইমাদ ওয়াসিম ২৫*; ভুবনেশ্বর কুমার ১/৪৪, জ্যাসপ্রীত বুমরাহ ০/৬৮, রবীচন্দ্রন অশ্বিন ০/৭০, হার্দিক পান্ডিয়া ১/৫৩, রবীন্দ্র জাদেজা ০/৬৭, কেদার যাদব ১/২৭)। ভারত ইনিংস: (রোহিত শর্মা ০, শিখর ধাওয়ান ২১, বিরাট কোহলি ৫, যুবরাজ সিং ২২, মহেন্দ্র সিং ধোনি ৪, কেদার যাদব ৯, হার্দিক পান্ডে ৭৬, রবীন্দ্র জাদেজা ১৫, রবীন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার; মোহাম্মদ আমির, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, হাসান আলী, শাদব খান, ইমাদ ওয়াসিম, ফখর জামান)।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sfhgGV
June 19, 2017 at 04:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন