ঢাকা, ৩০ জুলাই- ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালের সেরা বাঙালি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁকে এই পুরস্কারে ভূষিত করেছে কলকাতা ভিত্তিক গণমাধ্যম এবিপি আনন্দ। সেই মাশরফি বিন মর্তুজা শনিবার সেরা বাঙালির সম্মান নিতে এসে যখন বললেন, বাংলাদেশ থেকে এখানে এসে এই সম্মান পাওয়াটা আমার কাছে খুবই গর্বের। আজ এখানে এসে খুব ভাল লাগছে, তখন অবাক হতেই হল। শুধু এ বাংলা কেন, গোটা ভারত ও এ দেশের ক্রিকেটাররাও যে তাঁদের বন্ধু, তা স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই বাংলাদেশের ওয়ান ডে অধিনায়কের। কলকাতার পাঁচতারা হোটেলে বসে এ দিন বললেন, আমাদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক মোটেই খারাপ নয়। সে মাঠে বলুন বা মাঠের বাইরে। এই তো সে দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহামে হারার পরেও আমরা নিজেদের মধ্যে গল্প করেছি, আড্ডা দিয়েছি। যুবরাজের সঙ্গে আমার বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনই বিরাটের সঙ্গে আমাদের রুবেল, মুশফিকদের ভাল সম্পর্ক। মাঠে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে স্লেজিংও কি হয় না? মাশরফি বললেন, না, না। স্লেজিংও হয় না, যেটুকু হয় সীমার মধ্যে থেকেই। মারাত্মক পর্যায়ে কিছু না। তা হলে ক্রিকেট মাঠে ভারত-বাংলাদেশ মুখোমুখি হলে ইদানীং এত বারুদের গন্ধ বের হয় কেন? কেনই বা দুদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এত দ্বন্দ, রেষারেষি? মাশরফির ধারণা, এর জন্য সোশ্যাল মিডিয়া বোধহয় অনেকটাই দায়ী। আর একটা কারণও হতে পারে। আমরা যেহেতু এখন আগের চেয়ে অনেক ভাল খেলছি, তাই আমাদের কাছে আমাদের দেশের মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছে। জয়ের আশায় একে অপরের বিরুদ্ধে মন্তব্য পাল্টা মন্তব্য করে ফেলেন সবাই। তবে বাইরে যতই যুদ্ধ যুদ্ধ ভাব থাক, মাঠে কিন্তু তা থাকে না। আমরা দুই দেশের খেলোয়াড়রাই স্পোর্টিং থাকার চেষ্টা করি। প্রতিযোগিতার জন্য যেটুকু উত্তেজনা থাকে। এটা কখনও হিংসার পর্যায়ে যায় না। টি-টোয়েন্টির বিপুল অর্থ, জৌলুসের হাতছানি উপেক্ষা করে সম্প্রতি ক্রিকেটের এই আধুনিক রূপ থেকে অবসর নিয়েছেন মাশরফি। অতিরিক্ত আগ্রাসন, উত্তেজনার চাপই কি নিতে পারলেন না? জবাব দিলেন, টি-টোয়েন্টিতে হয়তো টাকা আছে, জৌলুস আছে। কিন্তু টি-টোয়েন্টি একজন ক্রিকেটারের মানদণ্ড হতে পারে না। টেস্ট, ওয়ান ডে-তেই তো ক্রিকেটারদের আসল পরীক্ষা। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণদের দেখুন। ওরা তো মূলত টেস্ট ক্রিকেটেই নিজেদের প্রতিভা দেখিয়েছে। কিন্তু ওয়ান ডে-তে আর কত দিন? সাকিব আল হাসানদের ওয়ান ডে অধিনায়ক বললেন, যত দিন ক্রিকেট উপভোগ করব। যে দিন মনে হবে, আর ভাল লাগছে না, সে দিনই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না। মাশরফি এ রকমই। স্পষ্টবক্তা ও সাহসী। সেরা-রা যেমন হয়ে থাকেন। মাশরাফি এখন কলকাতায় তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অবস্থান করছেন। মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2waLKcn
July 30, 2017 at 08:00PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.