মুম্বাই, ৩০ জুলাই- জানুয়ারি ২০১৭ তে বিয়ে করেছিলেন ইরানি অভিনেত্রী মানদানা করিমি। বিগ বসের ঘরে এসে পরিচিতি পেয়েছিলেন মানদানা। কেয়া কুল হ্যায় হাম ছবিতে তার সাহসী পারফরমেন্সেও নজর কেড়েছিলেন। তাই তার বিবাহিত জীবনও যে মিডিয়ার লাইমলাইটে থাকবে তা স্বাভাবিক। কিন্তু মাত্র কয়েক মাসেই স্বামী গৌরব গুপ্তর সঙ্গে সমস্যা শুরু হয় মানদানার। তিনি আলাদা থাকতে শুরু করেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মোটা অঙ্কের খোরপোশও দাবি করেছেন মানদানা। তবে সম্প্রতি জানা গেছে, এ সমস্যার জন্য দায়ী মানদানা স্বয়ং! বিষয়টি ঠিক কী? স্পটবয়ের খবর অনুযায়ী, ঝামেলার সূত্রপাত গৌরবের ভাই গৌতমের বিয়ে নিয়ে। মানদানা কোনো মতেই গৌতমের বিয়ে মেনে নিতে রাজি ছিলেন না। ওই বাড়িতে অন্য কোনো নারীর উপস্থিতি মানদানা মেনে নিতে চাননি। কিন্তু গৌতম টিভি অভিনেত্রী স্মৃতি খান্নার সঙ্গে ডেটিং করছেন। তারা বিয়ে করবেন বলে ঠিক করেন। বাধা হয়ে দাঁড়ান মানদানা। সেই ইস্যুতেই গৌরবের সঙ্গেও তার ঝামেলা হয়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eXzF6M
July 30, 2017 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top