ঢাকা, ১৩ জুলাই- মিচেল স্টার্কের ইনজুরি। বিশ্রামে। বাংলাদেশে নির্ধারিত দুই টেস্টের সিরিজে তিনি নেই। কিন্তু প্রশ্ন হলো যদি অস্ট্রেলিয়ার ক্রিকেটের সমস্যা সমাধান হয়ে যায়, ক্রিকেটাররা খেলতে রাজি হয়ে যান তাহলে স্টার্কের জায়গায় কে ঢুকবেন দলে? প্রধান নির্বাচক ট্রেভর হনস, নির্বাচক কমিটির অন্যতম সদস্য কোচ ড্যারেন লেম্যানদের মাথাব্যথা শুধু তো আর এই একটি ব্যাপার নয় এখন। ক্রিকেটারদের বিপ্লবে অস্ট্রেলিয়া এ দলের নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়ে গেছে। সমস্যা না মিটলে? তবু তো তাদের টেস্ট দলটা ঠিক করে রাখতে হবে! সূচী অনুযায়ী ১৮ আগস্ট স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা। ২২-২৩ তারিখে ফতুল্লায় দুদিনের ম্যাচ। ২৭ আগস্ট ঢাকায় শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি চট্টগ্রামে, ৪ সেপ্টেম্বর থেকে। ২০১৫ সালে যে সফর নিরাপত্তা ইস্যুতে স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, এটি সেই সফর। কিন্তু ক্রিকেটাররা বোর্ডের দেওয়া চুক্তি মানতে পারেননি। সই করেননি। তারা বেকার। সমস্যা সমাধান না হলে বাংলাদেশ সফর শুধু কেন এরপর ভারত সফর ও অ্যাশেজ আছে হুমকির মাঝে। দুদিন আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক টেলর বলেছেন বাংলাদেশ সফর হবে। দেশটির সাবেক অধিনায়ক তিনি। আবার অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্থা সিএর কর্মকর্তাও বটে। কিন্তু এখনো তো আশার আলো তেমন দেখা যাচ্ছে না। তবু কাজ করে যেতে হবে। নির্বাচক প্যানেলের হনস, গ্রেগ চ্যাপেল ও লেম্যানের জন্য কাজটা কঠিন হয়ে উঠেছে। ১৩ সদস্যের দলে স্টার্কের জায়গায় কাকে নেবেন? কারণটা বুঝুন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এ দলে যেকজন পেসার ছিলেন তাদের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু সেই সফরই তো হলো না। ফাস্ট বোলারদের যেহেতু দেখে নেওয়ার সুযোগ নেই তাহলে কি উর্বরা স্পিনভূমি বাংলাদেশে আরেকজন স্পিনার নেওয়া যায়? লেগ-স্পিনার মিচেল সুইপসনের নাম উঠে এসেছে। তারও দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। এই বছর তিনি ভারত সফরে গেলেও পানি বয়ে বেড়াতে হয়েছে পুরোটা সময়। হনস হয়তো ডারউইনের পরিকল্পিত ক্যাম্পে সুইপসনকে ডাকতে চাইবেন। গ্রীষ্মপ্রধান ওই অঞ্চলে তরুণ বোলার তিনদিনের ম্যাচে মুগ্ধ করতে পারলে বাংলাদেশ সফরের ১৪তম সদস্যও হয়ে যেতে পারেন। ডারউইনে স্মিথদের এক সপ্তাহের ক্যাম্প করে বাংলাদেশের পথ ধরার কথা। তবে এই সংবাদ সূত্র যে ওয়েবসাইটের সেটি ক্রিকেট অস্ট্রেলিয়া সংশ্লিষ্ট। সেখানে আবার তারা চারটি নাম দিয়ে একটি জরিপের চেষ্টা করেছে। সেখানে দেখা যাচ্ছে জ্যাসন বেহরেনডফ ও শাড সায়েরস ৪০ শতাংশ করে মোট ৮০ শতাংশ জনমত নিয়ে নিয়েছেন। ক্রিস ট্রিমেইন ৫ এবং জ্যাকসন বার্ড ১৪ শতাংশ ভোট পেয়েছেন এখন পর্যন্ত। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট ক্যামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, উসমান খাজা, ন্যাথান লিওন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ, ম্যাথু ওয়াডে (১৪ নম্বর সদস্য নেওয়া হবে)। এআর/১৭:৩০/১৩ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uUJLsA
July 13, 2017 at 11:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন