মুম্বাই, ১৩ জুলাই- দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর অবশেষে অনুরাগ বসুর সিনেমা জগ্গা জাসুস মুক্তি পেতে যাচ্ছে। আর এই দীর্ঘ সময় ধরেই শ্রম দিতে হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে এক ফ্রেমে আবারো দেখা যাবে রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফকে। তবে, সে জন্য অপেক্ষ করতে হল সাত বছর। আর তাই সিনেমাটি এই দীর্ঘ সময় তার কাজের পাশাপাশি আগ্রহের আরও একটা কারণ; রণবীর-ক্যাটরিনা জুটি ও তাদের নতুন করে গড়ে উঠা বন্ধুত্ব। সিনেমায় কি করেছিলেন ক্যাটরিনা? তার ভায়ায়, আসলে চার বছরে আমরা কোনও দিন নিছক বসে থাকিনি। সব সময় কাজ নিয়ে ব্যস্ত থেকেছি। মনের মধ্যে একটা ধারণা প্রবল ছিল যে, জগ্গা জাসুস একটা খুব ভাল সিনেমায় পরিণত হবে। ক্যাট বলেন, সিনেমার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাই খুব আন্তরিক ভাবে কাজ করেছেন। আর সেটাই ছিল আমাদের ড্রাইভিং ফোর্স। আর এ সময় খানিকটা হেসেই আনন্দ প্লাসকে ক্যাট বলেন, এই চার বছরে আমি তো বিয়ে করে বাচ্চার মা-ও হয়ে যেতে পারতাম। কিন্তু পরিচালকের বিশ্বাস আমার কাছে অনেক বড় সম্বল ছিল। সেই সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদেরও উপদেশ দেন। বলেন, সাক্ষাৎকার নিতে যাওয়ার আগে সেই সেলিব্রিটি সম্বন্ধে ভাল করে হোম ওয়ার্ক করে যান। আপনি যতটা জানবেন আপনার সামনের লোকটি ততই বেশি কথা বলবে। রণবীর সম্পর্কে তার অভিব্যাক্তি; রণবীর খুব বড় মাপের অভিনেতা। সেটে সব সময় ভীষণ সতর্ক থাকে। সব সময় চেষ্টা করতে থাকে কী ভাবে আরও ভাল ভাবে পারফর্ম করবে ক্যামেরার সামনে। এটা তার একটা বিশাল গুণ। আর/১৭:১৪/১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2um9wFr
July 13, 2017 at 11:35PM
13 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top