ঢাকা, ২৯ জুলাই-সকাল থেকেই উত্সবের একটা আমেজ বিরাজ করছে। ঘরভর্তি লোকজন, হইহুল্লোড়। এ রকম একটা অবস্থায় ধীর পায়ে হেঁটে এসে সবার সামনে দাঁড়ালেন আপাত অপরিচিত একজন মানুষ। সবাই তার দিকে চেয়ে একেবারে নিশ্চুপ বনে গেলেন। যেন কেউ চিনতে পারছেন না তাকে! এর পর মুখের ওপর থেকে ঘোমটা সরিয়ে চিরাচরিত স্বভাবে বলে উঠলেন, আমাকে চেনা যায় না বুঝি। আমি সভ্যতা। শুক্রবার বৌভাত অনুষ্ঠানের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগীতশিল্পী কারিশমা শানু সভ্যতা আওড়ানো শুরু করলেন এ রকম নানা গল্প। নিজের বিয়ের প্রসঙ্গ ছাড়াও বাদ রাখেননি তার সংগীতের খোঁজখবর জানাতে। চলুন, নতুন জীবনের প্রথম দিনের কথাগুলো শুনে আসা যাক সভ্যতার মুখ থেকেই বলা নেই, কওয়া নেই হুট করেই বিয়ে করে ফেললেন? কেন, ঘোষণা দিয়ে কেউ বিয়ে করে নাকি! (হাসতে হাসতে)। আসলে এ রকম হুট করে বিয়ের পিঁড়িতে বসতে হবে, এটা আমি নিজেই চাইনি। যেহেতু বাবা নেই, সেহেতু আমার মায়ের মনে হলো, তাকেই এ দায়িত্ব পালন করে যেতে হবে। তাই মায়ের কথা রাখতেই এভাবে বিয়ের পিঁড়িতে বসতে হলো। যার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন, তার সম্পর্কে বলুন... ওর নাম সামিউল ওয়াহিদ। ব্যান্ড মেটাল বেইজ ও ব্ল্যাকে ড্রামার হিসেবে কাজ করছে। আমরা দুজনই ছোটবেলার বন্ধু। একসঙ্গে গান করি। মোটকথা ও তাল বোঝে আমি সুর। গান করতে করতেই আমরা বড় হয়েছি। আশা করি, এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। বিয়ের পর আগের জীবন টানছে কতটা? সত্যি কথা যদি বলতেই হয়, তাহলে বলব এখন যে সেজেগুজে (বিয়ের সময়) আছি, এটুকু ছাড়া আর কোনো পরিবর্তন নেই। কারণ আমি তো কোনো সময়ই ওভাবে পরিপাটি করে চলি না। অবশ্য এজন্য নিজেকে এ মুহূর্তে খানিকটা অচেনাও লাগছে। এর বাইরে যেমন ছিলাম, তেমনই আছি। কোনো পরিবর্তনই মনে হচ্ছে না। এবার আসা যাক আপনার সংগীত প্রসঙ্গে। কবে থেকে কাজ শুরু করবেন? অনেক কাজ আটকে আছে। এর মধ্যে আবার বিয়ে নিয়ে অনেকটা সময় গেছে। এখন চোখে শর্ষে ফুল দেখছি। বিয়ে যেহেতু হয়েই গেছে, সেহেতু ঘোরাঘুরির অনেক সময় পাওয়া যাবে। আগে বাকি কাজগুলো সেরে ফেলতে চাই। পরশু দিন (আগামীকাল) শিশু একাডেমিতে অনুষ্ঠেয় ছোটদের একটি নাটকের পুরো মিউজিকের কাজটি আমাকে করতে হবে। সুকুমার রায়ের অবাক জলপান নামের এ নাটকটির রিহার্সেল কাল থেকে (আজ)। সেখানে আমাকে থাকতেই হবে। এ নাটকটি নিয়ে আমরা দেশের ছয়টি বিভাগীয় শহর ও কলকাতায় যাব। এছাড়া নিজের গানের স্কুলের তো অনেক কাজই করতে হবে। সবশেষ প্রকাশিত আপনার অ্যালবামটি নিয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন? শুরু থেকেই যদি ডানা থাকত নামের আমার এ অ্যালবামের বিক্রি আমি নিজেই করছি। ভালোই বিক্রি হয়েছে। এখনো অর্ডার পাচ্ছি। এমএ/ ০৯:৩৮/ ২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u7t5N0
July 30, 2017 at 03:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top