খাদিমনগর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ।

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চাতল গ্রামে রিয়াজুল হক রাজু নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) সকালে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাজু চাতল গ্রামের সিএনজি অটোরিকশা চালক নুরে আলম টিটুর পুত্র। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়।

পুলিশ সূত্রে জানা যায়- মাত্র ৭ মাস আগে চাতল গ্রামে এক আত্মীয়ের জমি ক্রয় করে বসতি গড়েন সুনামগঞ্জের ধর্মপাশার রাজুর পরিবার। গত মঙ্গলবার মোবাইল সংক্রান্ত একটি বিষয় নিয়ে স্থানীয় কিছু যুবক রাজুর বিচার করেন। এসময় তার পরিবারকে ডেকে নিয়ে অপমানও করা হয়। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রাজু। বুধবার (১২ জুলাই) সকালে ১৮ বছরের রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান- রাজু নামের একটা ছেলের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। তবে মঙ্গলবার নাকি এলাকার কিছু পোলাপান মোবাইল সংক্রান্ত একটি বিষয় নিয়ে একটি রুমে আটকে রেখে তার বিচার করে। পরে তার পরিবারকে ডেকে নিয়ে রাজুকে দিয়ে দেওয়া হয়। তবে ওই বিচার স্থানীয় কোন মুরব্বীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানিয়ে ওসি জানান- বিচারে থাকা ২/৩ জনের নাম আমরা পেয়েছি। তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন- ঘটনার পর থেকে বিচারে থাকা ওই যুবকরা গা ঢাকা দিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t7Up2d

July 13, 2017 at 09:48PM
13 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top