সুপ্রিমকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ১৩ জুলাইঃ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার নিঃশর্ত এবং দ্বর্থ্যহীনভাবে ক্ষমা চাইলেন সুপ্রিমকোর্টের কাছে। লোধা কমিটির কার্যকারিতায় বাধা দানের জন্য কোর্টকে মিথ্যা কথা বলে ভুলপথে চালিত করার দায়ে সুপ্রিমকোর্ট তাঁকে নিঃশর্ত এবং দ্বর্থ্যহীন ক্ষমা চাইতে নির্দেশ দেয়। ক্ষমাপ্রার্থনার জন্য ১৪ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল অনুরাগকে।

আজ শীর্ষ আদালতের কাছে একটি হলফনামা পেশ করেন অনুরাগ। সেখানে তিনি বলেন, ‘এতদ্বারা আমি জানাচ্ছি যে, মহান আদালতের মহিমাকে অবমাননা করার কোনো ভিপ্রায় ছিল না। কিন্তু যেহেতু অনিচ্ছাকৃত তথ্য বিকৃতি ও যোগাযোগে কোনো কারণে ঘাটতি রয়ে গিয়েছে, তাই আমি আদালতের কাছে দ্বিধাহীনভাবে নিঃশর্ত এবং দ্বর্থ্যহীন ক্ষমা প্রার্থনা করছি।’

নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আইনজীবির পরামর্শ মেনে আজ ক্ষমাপ্রার্থনা চেয়ে আদালতের কাছে হলফনামা পেশ করেন বিসিসিআইয়ের প্রাক্তণ সভাপতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t7Ba8T

July 13, 2017 at 09:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top