কলকাতা, ০৮ জুলাই- বাহিনী নিয়ে ফের কেন্দ্র-রাজ্যে সংঘাত প্রকাশ্যে। দার্জিলিংয়ে ১১ কোম্পানি সেনা পাঠানো হয়েছে। যার মধ্যে এক কোম্পানি মহিলাবাহিনীও রয়েছে। তাছাড়া রাজ্যের হাতে রয়েছে বাহিনী। কিন্তু সেই বাহিনীকে রাজ্য ব্যবহার করছে না বলে পালটা তোপ দেগেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের সঙ্গে সবরকম সহযোগিতা করা হচ্ছে। যেমনভাবে ফোর্স চাওয়া হচ্ছে তা দেওয়া হচ্ছে। কিন্তু ফোর্সকে ব্যবহার না করে বসিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ আধিকারিকের। এমনকি, বাহিনী ডিপ্লোয় করা নিয়েও কোনও রিপোর্ট কেন্দ্রকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁর। শুধু দার্জিলিং নয়, এই বসিরহাটে কেন্দ্রের তরফে ৪ কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রকের এই আধিকারিক। তবে সীমান্ত এলাকা এবং পরিস্থিতির কথা ভেবে আরও ৪ কোম্পানি বিএসএফ কেন্দ্রের তরফে পাঠানো কথা জানানো হয়েছিল রাজ্যকে। কিন্তু রাজ্যের তরফে তা খারিজ করে দেওয়া হয়েছে মমতার অভিযোগের উত্তর দিয়েছেন মন্ত্রকের ওই আধিকারিক। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছেন, প্রসঙ্গত, আজ শনিবার নবান্ন থেকে বাহিনী নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা একটি স্পর্শকাতর এলাকা। চারপাশ জুড়ে সীমান্ত রয়েছে। বিশেষত দার্জিলিং-বারাসত এই সমস্ত এলাকা একেবারে সীমান্ত এলাকায়। ফলে এই সমস্ত এলাকায় অশান্তি থামাতে কেন্দ্রের কাছে সেনা চাওয়া হলে তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই বিষয়ে বারবার কেন্দ্রের কাছে চাওয়া হলেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মমতার এই এহেন অভিযোগের পরেই কেন্দ্রের তরফে এভাবেই দেওয়া হল উত্তর।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uCPq6y
July 09, 2017 at 06:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন