ঢাকা, ০৮ জুলাই- আন্তর্জাতিক পারফরম্যান্সে বাংলাদেশ এখন দারুণ। সেটি টেস্টেও বেশ চলছে। জয়ের একটা ধারা তৈরি হয়েছে। আবার ওয়ানডেতেও চমকে দেওয়া ধারাবাহিক ও আকর্ষণীয় এক দল। টাইগার দলটার আত্মবিশ্বাসই এখন অন্যরকম। সামনে পড়ছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর আবার তাদের টেস্ট সফর বাংলাদেশে। তাদের নিয়ে কি এখন আর খুব ভয় ডর পাওয়ার মতো কারণ আছে? হতে পারে বিশ্বের সেরা একটি দল, দারুণ পেশাদার। যে কাউকে উড়িয়ে দেওয়ার মতো। বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল কিন্তু বলছেন, এবার অস্ট্রেলিয়ার সাথে খুব মজা হবে। অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশেই! কিভাবে? আসছে সেই প্রসঙ্গ। তার আগে আরেকবার জানিয়ে নিতে হয় এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে শনিবার ইংল্যান্ডে গেলেন তামিম ইকবাল। খেলবেন টি-টুয়েন্টি ব্ল্যাস্টে। মাসখানেক থাকবেন। বাংলাদেশ দল ১০ তারিখ থেকে আগস্টের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করবে। তামিম তখন এসেক্সে খেলার মধ্যে থেকে প্রস্তুতি সারবেন। ফিটনেস সমস্যা থাকার প্রশ্নই নেই। আরো অনেক দিকে এগিয়ে থাকবেন ইনফর্ম ড্যাশিং ওপেনার। ফিরেও সময় থাকবে হাতে। কিন্তু তাদের দলের সাম্প্রতিক উন্নতির গ্রাফ টেস্টেও তামিমের বিশ্বাসকে প্রবল হাওয়া দিচ্ছে। শনিবার ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে বলে গেলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা খুব মজার হবে। তাদের চেয়ে আমরা এগিয়ে থাকবো। কারণ, আমরা আমাদের নিজেদের মাঠে খেলবো। এসেক্সে খেলাটা টি-টুয়েন্টি। আর ৮ ম্যাচের চুক্তিতে ওখানে পাড়ি জমানো তামিমের। দুই ফরম্যাটের ক্রিকেটের বৈশিষ্ট ও চাহিদা ভিন্ন। অস্ট্রেলিয়া দল ঢাকায় আসবে ১৮ আগস্ট। মাসের শেষে দুই টেস্টের প্রথমটি। আর ২৯ জুলাই শেষ হবে তামিমের এসেক্স মিশন। সেই কারণে টেস্টের জন্য যে ভিন্ন প্রস্তুতির দরকার পড়ে তা নিয়ে বাড়তি কোনো ভাবনায় পড়তে হবে না তামিমকে, কাউন্টি ক্রিকেট থেকে দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে তৈরি করতে আমি ঢের সময় পাবো।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uCHour
July 09, 2017 at 06:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন