কলকাতা, ১৮ জুলাই: স্ট্র্যাটাকিউমুলাস মেঘের বৃষ্টিতে ভিজছে কলকাতা। গত দুদিন ধরে মোটামুটি পরিস্কার ছিল আকাশ কিন্তু এর মাঝেই ছেঁড়াছেঁড়া মেঘপুঞ্জ জমা হচ্ছিল শহরের আকাশে। সেই মেঘপুঞ্জেই মিনিট খানেকের মধ্যে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টাতেও চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকাল থেকেই আকাশে রোদ থাকলেও বেলা গড়াতেই জমা হয় এক অদ্ভুত ধরণের ছেঁড়া ছেঁড়া মেঘ। সচরাচর দেখলে মনে হবে না এই বৃষ্টি হতে পারে বলে। কিন্তু এই মেঘই শহরের বেশ কয়েকটি স্থানকে আচমকা ঝড়িয়ে দিয়ে গেল বৃষ্টি। আবহবিদ ইউ.কে সাহা বলেন , এটাস্ট্র্যাটাকিউমুলাস মেঘ। এর প্রভাবেই শহরের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টাতেও হতে পারে। তিনি এও জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় একটি গভীর ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু তার প্রভাব কলকাতায় পড়বে না। এদিন কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি বেশী। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি বেশী। এদিন বাতাসের আপেক্ষিক আরদ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৮৫ শতাংশ। সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। কেএনপি/০৩:১৪/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vvQhFY
July 18, 2017 at 09:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top