হাওড়া, ১৮ জুলাই: শহরের বুকে লক্ষাধিক গাছের চারা বসাচ্ছে হাওড়ার বনদফতর। গাছ লাগান প্রান বাঁচান। নগর সভ্যতার এই পুরনো ট্যাগলাইনের সদব্যবহার করার সময় এইটাই। কারণ চলছে সপ্তাহ জুড়ে চলছে বনমহোৎসব পালন। সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। বারাসতে গাছ কাটা নিয়ে পথে নেমেছিল রাজ্যবাসী। শহরের বুকে উৎসবের মাধ্যমে বৃক্ষ রোপণ একপ্রকার বারাসতের ক্ষতিপূরণ। হাওড়া, ঘনবসতিপূর্ণ এই শহরে প্রতি বর্গকিলোমিটারে বাস প্রায় সাড়ে তিন হাজাররেও বেশি মানুষের। এমন শহরেই বনমহোৎসব পালন শুরু হয়েছে ১৪ জুলাই থেকেই। রাজ্য সরকারের বন দফতরের উদ্যোগে সারা রাজ্যে বসবে ৫০ লক্ষ গাছের চারা। তার মধ্যে ৩২ হাজার চারা গাছ নিজের উদ্যোগেই বসাচ্ছে হাওড়ার বন দফতর। বাকি চারা গাছ বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে জেলার বিধায়কদের। সঙ্গে দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলার প্রত্যেকটি থানাকে। হাওড়ার বনপাল নিরঞ্জিতা মিত্র বলেন, আমরা প্রত্যেকে বিধায়ককে ১০০০টি করে গাছের দিয়েছি। তাঁরা তাঁদের এলাকায় প্রত্যেকদিন সেই সব চারা রোপণ করছেন। তিনি এও জানিয়েছেন, প্রত্যেক থানাকে ১০০টি করে চারা গাছ দেওয়া হয়েছে। এছাড়া চারা গাছ দেওয়া হয়েছে স্কুল এবং বিজ্ঞানমঞ্চগুলিকে। চারা গাছ দেওয়া হচ্ছে অফিসের প্রত্যেক কর্মীকেও। এই উৎসব চলবে আগামী ২০ জুলাই অবধি। নিজ উদ্যোগে চারা গাছগুলি বসানো হচ্ছে আমতা কাশবোনের দুই নম্বর ব্লকে। মঙ্গলবারের আমতার বৃক্ষরোপণ অংশগ্রহন করছেন মন্ত্রী অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনটি স্থানীয় স্কুলও অংশগ্রহণ করছে বনমহোৎসবে। উৎসবে মানুষের মনে আরও সচেতনতা জাগানোর জন্য একটি পদযাত্রার আয়োজনও করা হয়েছে। একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে স্থানীয় ছেলেমেয়েরা পরিবেশের মূলক বিষয়ে আঁকতে দেওয়া হবে। কিন্তু এই ৩২ হাজার চারা গাছ সারা জেলা জুড়েই রোপণ করা যেত। শুধু এক জায়গায় কেন? নিরঞ্জিতা মিত্র বলেন, হাওড়া জঙ্গলবহির্ভূত জায়গা। আর শহরাঞ্চল বলে জায়গারও খুব অভাব। তাই এমন একটি স্থান বেছে নেওয়া হয় যেটি তুলনামূলক ফাঁকা। সেখানেই এই কাছ আমরা করে থাকি। প্রত্যেক বছরেই একই নিয়মে কাজ হয়। সেদিক থেকে দেখতে গেলে আমতার ব্লক ২-এর কাশবোন একটু ফাঁকা জায়গা। গাছ বসানোর জায়গাও রয়েছে। সেই জন্যই এই এলাকাকে বেছে নেওয়া হয়েছে। বন মহোৎসব উপল্লক্ষ্যে হাওড়ার বনপালের বার্তা, যত বেশী গাছ লাগানো হবে তত বেশী প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। তাই গাছ লাগান এবং সুস্থ থাকুন। কেএনপি/০৩:2৪/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uwHxSM
July 18, 2017 at 09:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top