ঢাকা, ০৭ জুলাই- ভীষণ ইচ্ছে ছিল, গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করার। সেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়েও প্রিয় এক একটি গিটার! কিন্তু অনেক চেষ্টা করার পরও কোনো স্পন্সর পেলাম না। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক পেজে লিখেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু আরও লিখেছেন, তারা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সাথে শুনব, দেখব এবং উৎসাহ দেব যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন! কারণ হয়তোবা আমার স্বপ্নটা একটু বেশি বড় ছিল গিটার নিয়ে! এবার একটু অভিমান নিয়েই আইয়ুব বাচ্চু তার কঠিন সিদ্ধান্তের কথা জানালেন। তিনি লিখেছেন,আমি ঠিক করেছি প্রথম পাঁচটা গিটার বিক্রি করে দেব তাদের কাছে, যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়। এই অফার থাকবে আগামী ৫ দিনের জন্য। আইয়ুব বাচ্চুর এই গিটারগুলো হলো ErnieBall MUSIC MAN #AXIS, CARVIN #JB, CARVIN, ErnieBall MUSIC MAN #JP, CHARVEL। এই সবকটি গিটারই যুক্তরাষ্ট্রে তৈরি। আর এগুলোর ব্যাপারে আগ্রহীদের +৮৮০ ১৯৭৩০২০৮৪০ নম্বরে যোগাযোগ করতে হবে। আর/১২:১৪/০৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tmb9RS
July 07, 2017 at 06:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন