পানিঘাটায় ভানুভক্তের জন্মদিন পালনে বাধা মন্ত্রীকে, দার্জিলিং টুরিস্ট লজ পোড়াল মোর্চা

পানিঘাটা, ১৩ জুলাইঃ নেপালি কবি ভানুভক্তের জন্মদিন পালন নিয়েও সংঘাতের পথে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার পানিঘাটায় রাজ্য সরকারের উদ্যোগে ভানুভক্তের জন্মদিন পালনের কথা থাকলেও তা কার্যত পণ্ড হয়ে যায় মোর্চা সমর্থকদের বাধায়। জন্মদিন পালনের অনুষ্ঠানে যেতে গিয়ে মোর্চা সমর্থকদের প্রবল বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল পর্যন্ত যেতেই পারেননি পর্যটনমন্ত্রী গৌতম দেব। পানিঘাটা বাজার থেকে দু-কিলোমিটার আগে ৫ নম্বর মোড়ে রাস্তার উপর চেয়ার পেতে ভানুভক্তের চবিতে মালা দিয়ে সরকারি অনুষ্ঠান সারেন তিনি।

এদিন বড়ো বড়ো বোল্ডার ফেলে পানিঘাটার রাস্তা আটকে দেয় মোর্চা কর্মী-সমর্থকরা। প্রায় ৬০টি গাড়ির কনভয়, বিশাল পুলিশ বাহিনী নিয়েও সেই বোল্ডার সরিয়ে এগতে পারেননি মন্ত্রী ও রাজ্য পুলিশ, প্রশাসনের কর্তারা।পানিঘাটা বাজারের কাছে বিপুল সংখ্যায় মোর্চা সমর্থকরা হাজির ছিল সশস্ত্র অবস্থায়।

পাহাড়ে মোর্চার তাণ্ডব অবশ্য চলছেই। বুধবার রাতে তারা পুড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী দার্জিলিং টুরিস্ট লজ। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় চাপ বাড়ছে রাজ্য ও কেন্দ্রের উপর। অন্যদিকে পাহাড়ে মোর্চার হিংসাত্মক আন্দোলন নিয়ে জাপ এবং জিএনএলএফ এতদিন আপত্তি তুললেও বর্তমানে তারা চুপ করে রয়েছে। ফলে পাহাড়ে পৃথক রাজ্যের দাবির আন্দোলনে কার্যত একমাত্র চালক হয়ে দাঁড়াচ্ছে মোর্চাই।

ছবিঃ পানিঘাটার যাওয়ার রাস্তা বোল্ডার ফেলে আটকে দিয়েছে মোর্চা সমর্থকরা ও ভস্মীভূত দার্জিলিং টুরিস্ট লজ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ubypmD

July 13, 2017 at 10:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top