নয়াদিল্লী, ১৩ জুলাই- অনেক নাটকের পর অবশেষে মঙ্গলবার রাতে ভারতীয় কোচের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই। সহবাগকে নিয়ে জল্পনা থাকলেও প্রত্যাশামতোই রবি শাস্ত্রীকে কোচ করা হয়েছে। বিদেশ সফরে সাময়িক ব্যাটিং পরামর্শদাতা হিসেবে থাকবেন রাহুল দ্রাবিড়। বোলিং কোচ হয়েছেন জাহির খান। কোচ-অধ্যায়ে মধুরেণ সমাপয়েত ঘটলেও, নাটক অবশ্য এখনই শেষ হচ্ছে না। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শাস্ত্রীর নিয়োগে মোটেও খুশি হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে কোচ বাছাইয়ের দায়িত্বে ছিলেন সচিন ও লক্ষ্ণণ। সচিন ও লক্ষ্মণ শাস্ত্রীর নাম সুপারিশ করলেও রাজি ছিলেন না সৌরভ। শেষ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে সৌরভের পছন্দের জাহির খানকে জুড়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, প্রথমে সৌরভ শাস্ত্রীকে কোচ করতে মোটেই রাজি হচ্ছিল না। তবে জাহির খানকে জুড়ে দেওয়ার পর সৌরভ আর আপত্তি করতে পারেননি। জাহির এমন একজন ক্রিকেটার, যার প্রজ্ঞা নিয়ে কারোর কোনও সন্দেহ নেই। সেই শীর্ষস্থানীয় বোর্ড কর্তা আরও জানান, জাহির আধুনিক ক্রিকেটের সঙ্গে শুধু পরিচিতই নন, কোচিংয়েও যথেষ্ট অভিজ্ঞ। কেরিয়ারের শেষদিকে খেলার সময় জাহির অনুজ বোলারদের কার্যত মাঠেই পরামর্শ দিতেন। জাতীয় দলের উঠতি পেসাররা জাহিরের থেকে অনেক কিছু শিখতে পারবে। আইপিএল-এ দিল্লির হয়েও বোলারদের মেন্টরের ভূমিকা পালন করেছে ও। গত বছরে কোচ নির্বাচনের সময় সৌরভ-শাস্ত্রীর খটাখটি এখনও টাটকা। শাস্ত্রী কোচ হওয়ার দৌড়ে এবারও ফেভারিট ছিলেও, সৌরভের সঙ্গে সম্পর্কের সমীকরণের জন্য সহবাগের নাম উঠে এসেছিল পরবর্তী কোচ হিসেবে। তবে শাস্ত্রীকে কোচ করার জন্য সৌরভের পছন্দের জাহির খানকে রেখে ভারসাম্য বজায় রাখা হল।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ujQ3oO
July 13, 2017 at 08:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন