দার্জিলিং, ১২ জুলাইঃ পাহাড়ে অশান্তি অব্যহত। প্রায় এক মাস ধরে চলা বন্ধে আজও থমথমে পাহাড়। প্রতিদিনের মত আজও মিছিল মোর্চা সমর্থকদের।
এদিকে, পানীয় জল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড়ে মোতায়েন সিআরপিএফের। অভিযোগের তির মোর্চার দিকে। সন্দেহ করা হচ্ছে, জল সরবরাহের জন্য নির্দিষ্ট জল সরবরাহকারী সংস্থা মোর্চার চাপে এই কাজ করেছে। ক্ষোভ সিআরপিএফ জওয়ানদের। সিআরপিএফ কর্তাদের দাবি, পাহাড়ে এক রাউন্ডও গুলি চালায়নি তারা। কিন্তু তা সত্ত্বেও কেন এই পরিসেবা বন্ধ করে দেওয়া হল তা নিয়ে বাড়ছে ক্ষোভ।
দ্রুত পানীয় জল সরবরাহ চালু না হলে সিআরপিএফের পাহাড় ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলা প্রশাসনিক কর্তাদের বক্তব্য, অবিলম্বে পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ucEkaL
July 12, 2017 at 01:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন