প্রিটোরিয়া, ১২ জুলাই- ঘরোয়া টি-টুয়েন্টি লিগে ফিক্সিংয়ের দায়ে সাউথ আফ্রিকান বোলার লোনাবো সোতসবেকে ৮ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করেছে সেদেশের ক্রিকেট বোর্ড। গত এপ্রিলেই অভিযুক্ত হন তিনি। অভিযোগের তদন্ত চলাকালীন সময় পর্যন্ত সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে প্রোটিয়া এই বোলারকে বহিষ্কার করে ক্রিকেট সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার হয়ে ৫টি টেস্ট এবং ৬১টি ওয়ানডে খেলা সোতসবের দিকে অভিযোগ ছিল যে, ২০১৫ সালে ঘরোয়া টি-টুয়েন্টি লিগে ম্যাচ পাতানো এবং ফিক্সিংয়ে সতীর্থদের উৎসাহিত করেছেন। নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়ে অনুতাপের সঙ্গে ক্ষমাও চেয়েছেন সোতসবে। শাস্তির রায় শোনার পর এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি তখন খুব দুর্বল আর্থিক অবস্থায় ছিলাম এবং এই দ্বিধা খুব সহজেই আমাকে স্পট ফিক্সিংয়ে অংশগ্রহণ করতে প্ররোচিত করেছিল। সোতসবে আরও বলেন, আমার কর্মের জন্য দুঃখ প্রকাশের কোন শব্দ নেই এবং আমি আশা করি যে ক্রিকেট বিশ্ব আমার ক্ষমা বিবেচনা করবে এবং আমার গভীর অনুভূতি অনুভব করবে। একই অভিযোগে অভিযুক্ত হওয়ায় সাবেক প্রোটিয়া জাতীয় দলের ক্রিকেটার আলভিরো পিটারসেন ও গোলাম বদিসহ আরও ৬ জন ক্রিকেটারকে ২ থেকে ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সোতসোবের টেস্টে অভিষেক হয় ২০১০ সালে। ৫টি টেস্ট খেলে তিনি নিয়েছেন ৯ উইকেট। সবশেষ ২০১১ সালে তিনি ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। ৬১টি ওয়ানডে খেলে তিনি উইকেট নিয়েছেন ৯৪টি। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৩ সালে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে তার অভিষেক হয় ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১৪ সালে। সেটা অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। এরপর ঘরোয়া ক্রিকেট খেলছিলেন তিনি। এবার নিষেধাজ্ঞার ফলে সব ধরণের ক্রিকেটেরই বাইরে চলে গেলেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sP5VLm
July 12, 2017 at 07:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top