নয়াদিল্লী, ২৫ জুলাই- সবসময়ই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে তার মধ্যে বেশিরভাগ সময়েই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের হারের পর বিরাটদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছিলেন। এবার বলিউড অভিনেতা কমল আর খানের নিশানায় ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। রবিবার লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ইচ্ছাকৃতভাবে রান আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক। এমনকী ম্যাচটি পাতানো ছিল অভিযোগও তুলেছেন তিনি। মিতালি রাজের রান আউটের পর নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন কেআরকে। তিনি বলেন, যেভাবে মিতালি রাজ আউট হলেন, দেখে মনে হল ম্যাচটি গড়াপেটা হয়েছে। এভাবে কেউ আউট হয়? বিশ্বাস হচ্ছে না। অনেকেই কমল আর খানের টুইটের পালটা জবাব দেন। এরপরও অবশ্য থামেননি তিনি। আরও একটি টুইট করে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশংসা করলেও সেই তালিকা থেকে বাদ দেন মিতালিকে। তিনি লেখেন, হার-জিত খেলার একটি অঙ্গ। মিতালি বাদে দলের বাকি সদস্যরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করেছ। তোমাদের জন্য সবাই গর্ববোধ করছে। তোমরা দেশের কোটি কোটি মেয়েকে খেলাকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h0CWCT
July 26, 2017 at 07:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন