ঢাকা, ১০ জুলাই- ব্যক্তিগত সফরে সোমবার কলকাতা যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অন্যদিকে শোনা যাচ্ছে, আগে থেকেই পশ্চিমবঙ্গের শহরটিতে অবস্থান করছেন এ নায়িকার স্বামী ও অভিনেতা শাকিব খান। তবে তাদের মধ্যে সাক্ষাৎ হবে কি-না এ বিষয়ে মুখ খুলেননি অপু। তিনি জানান, শিলিগুড়িতে তার মা ও বোন আছেন। সেখানেই থাকবেন। ২০ জুলাই দেশে ফিরবেন। সঙ্গে ছেলে আব্রামকেও নিয়ে যাচ্ছেন। অপু জানান, ব্যক্তিগত কাজেই যাওয়া হচ্ছে। কলকাতার হাসপাতালে মা হয়েছিলেন তিনি। তাই সেখানকার চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। এই সফরে ডাক্তারি পরামর্শও নেবেন। নতুনভাবে সিনেমায় অভিনয় করার জন্য অনেক দিন ধরেই ওজন কমানোর চেষ্টা করছেন অপু। এবার কলকাতায় এই বিষয়েও বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তিনি। এদিকে ঈদের পরপরই কলকাতাই পাড়ি জানিয়েছেন শাকিব খান। সেখানে তিনি শ্রী ভেঙ্কটেশের একটি সিনেমার বাকি থাকা দৃশ্যায়নে অংশ নিচ্ছেন। চলতি বছরের এপ্রিলে টিভি লাইভে সন্তানসহ হাজির হয়ে অপু জানান, শাকিবের সঙ্গে কয়েকবছর আগে তার বিয়ে হয়েছে। এ নিয়ে দুই তারকার মাঝে বেশ কাদা ছোড়াছুড়িও হয়। পরে শাকিব স্বীকার করে নেন, অপু তার স্ত্রী। তবে এরপর তাদের একবারই প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়। তাই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে রয়েছে গুঞ্জন। এআর/২০:০৫/১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tA0fYH
July 11, 2017 at 02:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top