দখলমুক্ত হলো সড়ক ও জনপথ বিভাগের জমি

Captureঢাকা::ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্যোগে অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের ৪০ কোটি টাকার জমি দুই বছর পর দখলমুক্ত করলো সড়ক ও জনপদ বিভাগ।

সোমবার সকাল থেকে দিনব্যাপী ম্যাজিস্ট্রেট, সওজ কর্মকর্তা ও পুলিশ এই দখলমুক্ত ও উচ্ছেদ অভিযানে অংশ নেয়। এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফিন।

তিনি বলেন, জমির মালিক সড়ক ও জনপথ বিভাগ। প্রায় দু’বছর আগে ময়মনসিংহ পৌরসভা শহরের পাট গুদাম মোড়ে ৫০ শতাংশ জমিতে অবৈধভাবে স্থাপনা ও দোকান নির্মাণ করে ভাড়া দেয়।

এসব স্থাপনার জন্য পাটগুদাম এলাকায় সব সময় যানজট লেগে থাকে। এতে জনগণের ভোগান্তি বৃদ্ধিসহ ট্রাফিক পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল।

তিনি আরও বলেন, সড়ক প্রশস্তকরণ ও জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হচ্ছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, দখলমুক্ত জমির বাজার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা। তবে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগেরর উপ বিভাগীয় প্রকৌশলী খ ম শরীফুল ইসলাম, এসডিই আবুল হোসেন, কোতয়ালী মডেল থানার ওসি মুশফিকুর রহমান।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2u4TIG5

July 10, 2017 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top