প্রতিযোগিতার রাজনীতি করলে মনোনয়ন পাবেন না: কাদের

Captureঢাকা::

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঘরের মধ্যে ঘর করার প্রতিযোগিতা করবেন না। অসুস্থ রাজনীতি ও প্রতিযোগিতা যারা করবেন, তারা এবারের নির্বাচনে মনোনয়ন পাবেন না।’

আজ সোমবার দুপুরে যশোর ঈদগাহ মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ছাত্রলীগের উদ্দেশে কাদের বলেন, ‘আমরা মাদককে “না” বলব। ইয়াবাকে “না” বলব। দুর্নীতিকে “না” বলব। জঙ্গিবাদকে “না” বলব। ছাত্রলীগকে মেধার রাজনীতি করতে হবে।’

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সারা দেশে বিভিন্নভাবে দলের সভাপতি শেখ হাসিনা জরিপ করছেন। তৃণমূলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। যাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, তাদের মনোনয়ন দেওয়া হবে না।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘একটি রাজনৈতিক দল আছে। যে দলটি আট বছরে আট দিনও রাস্তায় নামতে পারেনি। বিএনপির রাজনীতি এখন তর্জন-গর্জনের সার। ফকরুল সাহেবরা ঈদের পরে আন্দোলনের কথা বলেন। কোন ঈদ। রোজার ঈদ, নাকি কোরবানির ঈদ। ঈদের পর ঈদ গেল। কিন্তু বিএনপির মরা গাঙে জোয়ার এল না।’

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সম্মেলনে ছাত্রলীগের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অনিয়মিত-অছাত্র ও মাদকাসক্তরা যেন ছাত্রলীগের কমিটিতে স্থান না পায়। পরে যেন না শুনি তাদের কমিটিতে রাখা হয়েছে। কমিটি বিলম্বিত হলে অযোগ্যরা স্থান পেয়ে যায়। এ জন্য যশোরের কমিটি যশোর থেকেই ঘোষণা করতে হবে। কমিটি ঢাকায় নেওয়া হলে অযোগ্যরা কমিটিতে স্থান পেয়ে যায়। কমিটি ঢাকায় গেলে ঘাটে ঘাটে অন্ধকারের খেলা হয়। নানা লবিং হয়, কেন্দ্রীয় নেতারা ঠিকমতো কাজ করতে পারে না।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিন, মনিরুল ইসলাম, কাজী নাবিল আহমেদ, রণজিৎ কুমার রায় ও স্বপন ভট্টাচার্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, বেনাপোলের পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন প্রমুখ।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2u4JZQ2

July 10, 2017 at 07:53PM
10 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top