ইয়াবা সেবনের সময় ধরা পড়ে এক এএসআই চাকুরি থেকে বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা সেবনের সময় জনতার হাতে আটক এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই এএসআই’র নাম ফয়সাল আহমেদ। সোমবার সকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। এর আগে রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় ইয়াবা সেবনের সময় জনতার হাতে আটক হন ফয়সাল। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহমেদ জানান, রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় কয়েকজন সহযোগীর সাথে ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন এএসআই ফয়সাল আহমেদকে আটক করে। পরে রাত ১১ টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, মাদক সেবন ও অনৈতিক কর্মকান্ডের কারনে এএসআই ফয়সাল আহমেদ কে সোমবার চাকুরি থেকে সাময়িক ররখাস্ত করা হয়েছে। তিনি আরো জানান, এমন অপকর্মের  সাথে পুলিশের কোন সদস্য জড়িয়ে পড়লে সাথে সাথে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2tZNasA

July 10, 2017 at 07:28PM
10 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top